আ
যোগাযোগ
কানাইঘাট উপজেলার উত্তরে অবস্তিত সুরইঘাট বাজার, কানাইঘাট উপজেলা হতে ৬ কি. মি .উ্ত্তরে মেইন রোড যাতায়াত করা হয়, কানাইঘাট বাজার হতে সিএন জি যোগে ১ জনের বাড়া ১৫ টাকা
ও কেরিকাব যোগে ১০ টাকা সুরইঘাট বাজার, আবার সুরইঘাট বাজারের পশ্চিম পাশ্বে অবস্তিত
২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ভবন হেটে ৩ মিনিট লাগে, রিক্সা যোগে ৫ টাকা লাগে।আরও একটি রাস্তা রয়েছে ৫নং বড়চতুল ইউপি হতে সোজা উত্তর পুর্বে বড়বন্দ বাজার হয়ে পাকা রাস্তা চলে আসে সুরইঘাট বাজারে, কিন্তু এটি সিলেট হতে সোজা আসা যায় ও সময় ক্ষম লাগে । সবাইকে স্বাগতম জানাই, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির পক্ষ থেকে। আশিক উদ্দিন
উদ্যোক্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস